সোমবার মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলো সব মিলিয়ে ৮ হাজার এবং ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলো ১০ হাজার টাকা ভর্তির সময় নিতে পারবে। এর মধ্যে উন্নয়ন ফি নিতে পারবে সর্বোচ্চ ৩ হাজার টাকা। তবে ঢাকাসহ মহানগরীর প্রতিষ্ঠানগুলো এর চেয়ে বেশি অর্থ নেওয়ায় তার নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। ক্ষোভ-বিক্ষোভও হয় কয়েকটি স্থানে। তখন এ নিয়ে তদন্ত কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতনভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন ফি, উন্নয়ন ফিসহ আনুষাঙ্গিক সব খাতে বাংলা মাধ্যমে সর্বোচ্চ আট হাজার এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা গ্রহণ করতে পারবে। “তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই উন্নয়ন খাতে তিন হাজার টাকার বেশি নিতে পারবে না। কোনো প্রতিষ্ঠান উল্লিখিত অর্থের অতিরিক্ত আদায় করে থাকলে তা পরবর্তীতে মাসিক বেতনের সঙ্গে সমন্বয় অথবা ফেরত দিতে হবে।”
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, যুগ্ম-সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।