ষ্টাফ রিপোর্টার :: নিরাপদ সড়কের দাবিতে গত ৬ দিন ধরে রাজপথ কাঁপিয়ে দিচ্ছে স্কুল-কলেজের কিশোর কিশোরীরা। এই আন্দোলনকে পুঁজি করে নানা মহল ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

সম্প্রতি শিক্ষার্থীদের টানা আন্দোলনে বিএনপির সংশ্লিষ্টতার চেষ্টা নিয়ে একটি অডিও ফোনালাপ বিতর্কের জন্ম দিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জনৈক নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ওই অডিও ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আন্দোলনের সপ্তম দিন আজ শনিবার ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে নওমি নামের সেই ব্যক্তিকে কুমিল্লা থেকে ঢাকায় এসে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় হতে অনুরোধ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পাঠকদের জন্য অডিও কথপোকথন লিখিত আকারে দেওয়া হলো :

আমির খসরু: হ্যালো

নওমি: হ্যালো, আংকেল, নওমি বলছিলাম

আমির খসরু: হ্যাঁ, নওমি ভালো আছো?

নওমি: আপনি ভালো আছেন?

আমির খসরু: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভল্ড টিনভল্ড হচ্ছো এগুলোতে নাকি?

নওমি: জ্বি, জ্বি। আংকেল, আমি তো এই যে কুমিল্লায় আসলাম।

আমির খসরু: কুমিল্লায় নামায় দাও না। তোমাদের মানুষজন সব নামায় দেও না।

নওমি: হ্যাঁ.. হ্যাঁ.. হ্যাঁ… হাইওয়েতে নামছিল।

আমির খসরু: মানুষজন নামায় দাও, হাইওয়েতে-টাইওয়েতে অসুবিধা নাই। ঢাকায় মানুষজন নামায় দাও ভালো করে। বুজছো? তোমাদের তো আর চেনে না।

নওমি: না… না… না…

আমির খসরু: তোমাদের বন্ধুবান্ধব নিয়ে তোমরা সব নেমে পড়ো না ঢাকায়…

নওমি: জ্বি…জ্বি..জ্বি…, কনটাক্ট করতেছি সবার সঙ্গে

আমির খসরু: কন্টাক্ট করো না। কখন আর কন্টাক্ট করবা? এখনই তো টাইম। আর কবে? এখন নামতে না পারলে তো আবার ডাউন করে যাবে। তুমরা নাইমা যাও না একটু বন্ধুবান্ধব নিয়ে…

নওমি: হ্যাঁ..হ্যাঁ..হাইওয়েতে নামছিল তো, ঢাকা-চিটাগাংয়ে। এখানে এসপি সাহেব ঝাড়ি দিছে সবাইকে। সবাইকে উঠায়ে দিছে…

আমির খসরু: হাইওয়ে টাইওয়ে অসুবিধা নাই। ঢাকায় নামায় দাও। ঢাকা হলে সারা দেশে এমনেই হবে। তোমরা ঢাকায় এসে…এখানে তো কুমিল্লা দরকার নাই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুবান্ধব নিয়ে ২০০-৫০০ জন ওদের সাথে জয়েন করে যাও।

নওমি: জ্বি আংকেল। এমনে সবাই সংগঠিত হচ্ছে।

আমির খসরু: সংহতি দিয়ে কী হবে। তোমরা যারা আছো নাইমা যাও না।

নওমি: আংকেল একটা ছোট্ট বিষয়।

আমির খসরু: ফেসবুক টেসবুকে পোস্টিং-টোস্টিং করো সিরিয়াসলি।

নওমি: হ্যাঁ, এইটা করতেছি। এটাতে অ্যকটিভ আছে সবাই। আমি আসতেছি।

আমির খসরু: হ্যাঁ করো। কুমিল্লা বসে থেকে লাভ কী! এখানে এসে জয়েন করো।

শুনুন সেই অডিও :

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here