ডেস্ক রিপোর্ট::  নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারীর বাড়ি থেকে উদ্ধার করা প্রায় ৪০টি ঘুঘু ও ১০টি বক পাখি আকাশে অবমুক্ত করেছে পরিবেশকর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপিপলা গ্রামে শিকারী সাহিদুল ও আবুসোমার বাড়িতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

এসময় পরিবেশকর্মীদের সরব উপস্থিতি দেখে শিকারীরা পালিয়ে যায়। অভিযানে পরিবেশকর্মী নাজমুল হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন মো. জালাল উদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল, আশিকুর রহমান, সাদেক আলীসহ আরও অনেকে।

গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা চরপিপলা গ্রামে দুইজন পাখি শিকারীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই শিকারীর বাড়ি থেকে খাঁচা বন্দি প্রায় ৪০টি ঘুঘু ও ১০টি শিকারী বক পাখি উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পাখিগুলোকে আকাশে অবমুক্ত করা হয়েছে। শিকারী দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার কারণে তাদের ধরা সম্ভব হয়নি।

পাখি শিকারীরা পুনরায় যেন পাখি শিকার না করতে পারে সে ব্যাপারে স্থানীয়দের সজাগ থাকার আহ্বান জানান তিনি। সংগঠনটি জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে চলনবিল এলাকায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here