হবিগঞ্জের শায়েসত্মাগঞ্জের পৌর এলাকার দাউদনগর বাজারে বৃহস্পতিবার দুপুরে দুইটি ভিসিডির দোকানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের পাইরেসি বিরোধী টাস্কফোর্স। এ সময় ৫৮০ পিস পর্নো ও নকল ভিসিডি, একটি কম্পিউটার জব্দ এবং ২ কর্মচারীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্র জানায়, দুপুর ১টায় পাইরেসি বিরোধী টাস্কফোর্সের অপারেশন কো-অর্ডিনেটর শেখ শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে বন্ধন ভিডিওগ্রাফি অ্যান্ড সাজঘর থেকে ৩৫০ পিস ভিসিডি, একটি কম্পিউটার জব্দ এবং দোকান কর্মচারী দেবু দাস (২৫)কে আটক করা হয়। আটক দেবু দাস বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের নিতাই দাস এর ছেলে। এ ছাড়া সুজন মিউজিক সেন্টার থেকে ২৩০ পিস ভিসিডিসহ দোকান কর্মচারী রাসেল (২০)কে আটক করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি তপন কুমার দে বলেন, “অপারেশন চলছে। বিসত্মারিত পরে জানাচ্ছি।”
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ