প্রিয় শৈশব
–শাহীন কামাল
আমি স্মৃতির ভীড়ে অতীত নীড়ে নিত্য হেঁটে চলি।
পুরোনো কথা নিজেকেই নিজে বারবার শুধু বলি।
শৈশবের সেই কাদামাটিতে মাখামাখি করি রোজ।
নিজেকে হারিয়ে নিজেই আবার নিত্য করি খোঁজ।
বনবাদাড়ে জড়াজড়ি করা সোনাঝরা সেই দিন।
যান্ত্রিক জীবনে খুজে ফিরে বাড়াতে থাকে ঋণ।
হাজারো লোকের কোলাহল ভীড়ে মনের শূন্য ভিটায়।
নিঃসঙ্গ মনে কারনে অকারণে শুধু যে হাহাকার ছিটায়৷
ঝিঁঝিঁর ডাকে সন্ধা নেমেছে, ঘাসের ডগায় ভোর।
বাদলদিনে আনমনে চলা দিনগুলো আজ কতদূর!
খালের জলে দুপুর কেটেছে কত যে রঙিন উচ্ছাসে।
সুখগুলো সব করে কলরব উড়ে চলে দখিনা বাতাসে।
মনে মনে ঘুড়ির সনে নিত্য উড়ি দূর আকাশের নীলে।
আমার ভেতর আমায় বলে, বেশ তো সেদিন ছিলে!
আজও ভিজে যাই স্মৃতিতে রোজ, মাথায় ছাতা নিয়ে।
মন চায় বৃষ্টিতে ভিজে মজা লুটি আবার গ্রামে গিয়ে।