প্রেম ফিরে ফিরে আসে

-শাহীন কামাল

স্বপ্ন দেখা দিনগুলো আজ স্বপ্নহীনে বাঁচে
সুখের আলো নিভিয়ে দিয়ে দুঃখগুলো নাচে।
দিনের আলোয় বেশতো আছি কষ্ট চাপা দিয়ে
রাত্র সকল নির্ঘুম কাটে, তোমার স্মৃতি নিয়ে।
ব্যস্ত শহর লোকের বহর নিত্য কোলাহল
কেউ দেখেনা কেউ বোঝেনা কেন চোখের জল?
পাথর বুকে খুঁজি তোকে শহর থেকে গাঁয়ে
সব ছাড়িয়ে হাত বাড়িয়ে উঠবি কী মোর নায়ে?
বৃষ্টি ভেজা সকালটা মোর আলোয় ভরা ভোর
হঠাৎ একটা কালবৈশাখী ভাঙ্গিয়ে দিল ঘোর।
তখন আমি শুন্য ছিলাম কিন্তু ছিলে তুমি
এখন আমার পূর্ণ চারপাশ, জীবন বিরানভূমি।
দুঃখ আছে রাশি রাশি, সুখের সাথে হল আড়ি
স্মৃতি আমার সাথেই থাকে, পেতেছি বসতবাড়ি।
এই জীবনে থাকবি রে তুই সুখের স্মৃতি হয়ে
মরন আমায় বরণ করলেই কষ্ট যাবে ধুয়ে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here