শাহরুখ খান এবং প্রিয়াংকা চোপড়ার দহরম-মহরম নিয়ে এখন পর্যন্ত জল কম ঘোলা হয়নি। কিন্তু এই দুই তারকা এ ব্যাপারে এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন। অবশেষে সমপ্রতি মুখ খুললেন প্রিয়াংকা চোপড়া। শাহরুখের সঙ্গে বিশেষ কোন সম্পর্ক নেই বলেই জোর দাবি করেছেন তিনি। প্রিয়াংকা বলেছেন, শাহরুখের প্রতি আমার বিশেষ কোন দুর্বলতা নেই। তাকে আমি অনেক শ্রদ্ধা করি।
তিনি দারুণ একজন অভিনেতা। আর সহ-অভিনেতা হিসেবে তো তিনি অসাধারণ। আগামীতে তার সঙ্গে আরও কাজ করতে চাই আমি। প্রিয়াংকা আরও বলেছেন, ‘ডন টু’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করে খুবই ভাল লেগেছে। আমি নিশ্চিত, ছবিটিতে তার পারফরমেন্স মন্ত্রমুগ্ধ হবেন দর্শকরা। এদিকে প্রিয়াংকা এসব কথা বললেও শাহরুখ কোন মন্তব্য করেন নি তাদের সম্পর্কের বিষয়ে। আর তাই প্রিয়াংকার কথাকে সমালোচকরা শাক দিয়ে মাছ ঢাকার সঙ্গেই তুলনা করছেন।