ডেস্ক রিপোর্ট::  দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের একজন নাগরিককে কোকেনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে ডিএনসি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালযয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, দক্ষিণপূর্ব আফ্রিকান দেশ মালাউইয়ের একজন নাগরিককে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ আটক করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here