ঢাকা:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এসময় কবির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ক্যানপি এলাকা থেকে তাকে আটক করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার নাজমা জাবিন সাংবাদিকদের জানান, সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটে দুবাই থেকে আসা যাত্রী কবির হোসেনকে সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করা হয়।
পরে তার লাগেজ থেকে এক কেজি আটশ’ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক কবির হোসেনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।