ডেস্ক রিপোর্ট : : শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ইউএস বাংলার যশোরগামী ফ্লাইটে এক ডাক্তার দম্পতির ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি জব্দ করেছে ‘এভিয়েশন সিকিউরিটি ফোর্স’ (এভসেক)-এর সদস্যরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরের এন্টি হাইজ্যাক পয়েন্টে নিরাপত্তা তল্লাশিতে স্ক্রিনিংয়ের সময় ধরা পড়ে।

শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের এভসেক পরিচালক সৈয়দ আলি আজম জানান, অস্ত্রের লাইসেন্স আছে কিনা ও কোনো অসৎ উদ্দ্যেশ্য গুলি বহন করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

এদিন সকালে ফ্লাইটে উঠার আগে সবর্শেষ চেকিং, এন্টি হাইজ্যাক পয়েন্টে স্ক্রিনিংয়ে ডা. মাহিনুর তাজনীনের হ্যান্ড ব্যাগে ৫ রাউন্ড গুলির অস্তিত্ব শনাক্ত হয়। ডা. তাজনীন শ্যামলির ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক।

এভসেক পরিচালক মো. আলী আজম সময় নিউজকে বলেন, নিয়ম অনুযায়ী কারো কাছে বৈধ কোন অস্ত্র বা গুলি থাকলে প্রবেশের সময় হেভি লাগেজ পয়েন্টে নিরাপত্তা কর্মীদের অবিহত করতে হয়। পরে কতৃর্পক্ষ বিশেষ বক্সে পিস্তল বা গুলি ভরে পাইলটের কাছে জমা দেয়। বিমানটি গন্তব্যস্থলে পৌছানোর পরে পাইলট ওই অস্ত্র বা গুলি যাত্রীকে বুঝিয়ে দেন।

তিনি বলেন, হয়তো বিষয়টি এই দম্পতি জানতেন না। যে কারণেই অজ্ঞাতসারেই তারা প্রাথমিক চেকিং পার হয়ে যান।

প্রবেশ পথে প্রাথমিক চেকিংয়ে হেভি লাগেজ পয়েন্টে গুলির অস্তিত্ব ধরা না পড়ার কারণ তদন্ত করা হবে। এ ঘটনায় সংশ্লিস্ট স্ক্যানারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here