ইয়ানুর রহমান, শার্শা (যশোর)
যশোরের শার্শা সীমানে- ভুয়া র্যাব সদস্য পরিচয় দানাকারী মাদকসেবী সেনাবাহিনী সদস্য আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শার্শার পুটখালী গ্রামে।
শার্শা থানা পুলিশের এস আই কালাম ঘটনার সত্যতা শিকার করে রাত রাড়ে ৯টায় জানান, শনিবার বিকাল ৫টায় শার্শার পুটখালী গ্রামে আসাদ নামের ভুয়া র্যাব সদস্য পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছে ফেনসিডিল পান করতে এসেছিল। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে খোজ খবর শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী জানতে পারে সে র্যাব সদস্য নয়। গনধোলায় দিয়ে এলাকাবাসী বেনাপোল বন্দর থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ সময় পুলিশের মটর সাইকেল থেকে পালানোর চেস্টা করলে এলাকাবাসী আবারো গনধোলায় দেয়। এ সময় ভুয়া র্যাব সদস্য নিজেকে সেনাবাহিনী সদস্য বলে পরিচয দেয় এবং সে নিজেকে যশোর সেনানিবাসের এস টি সি টি টি কোম্পানীর কর্পোরাল আসাদ বলে জানায়।
এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে র্যাব পরিচয় দিয়ে শার্শার পুটখালী গ্রামের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ফেনসিডিল পান করতো এবং চোরাচালানী ঘাটমারিকদের কাছ থেকে মাসোহারা নিতো।
ঘটনার সত্যতা শিকার করে বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্য হাসান হাফিজুর রহমান জানান, আমি অফিসিয়াল কাজে যশোর এসেছি। ঘটনা শুনেছি। সেনাবাহিনীকে ঘটনাটি জানানো হয়েছে।