বেনাপোল প্রতিনিধি ::
আগামী ২১ মে অনুষ্ঠাতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শার্শা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অনলাইনে মনোনয়ন জমা দেয়ার পর ২১ এপ্রিল রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নয়ন কুমার রাজবংশী এর নিকট এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহারব হোসেন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিন আলম বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু ও উপজেলা যুবলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক তরিকুল ইসলাম মিলন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা খাতুন সালমা ও নাজমুন নাহার।
মনোনয়নপত্র যাচাই ২৩ এপ্রিল মঙ্গলবার, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহন ২১ মে- ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে।