বেনাপোল-যশোর সড়কের আমড়াখালি নামক স্থানে মঙ্গলবার দুপুরে কাভার্ড ভ্যান-এর নীচে পিষ্ট হয়ে জাহাঙ্গীর নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক শার্শার বসতপুর গ্রামের সামসুল হকের পুত্র।
পুলিশ ঘাতক ট্রাকসহ ড্রাইভার নুর হোসেনকে আটক করেছে।
প্রত্যাক্ষদর্শি ও বন্দর থানা পুলিশ জানায়, যশোর গামী (চট্ট মেট্ট-১১-০২৯৭নং) একটি কভার্ডভ্যান বেনাপোল আমড়াখালি ব্রিজের কাছে এসে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি মটর সাইকেল আরোহীর কাভার্ড ভ্যান-এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় কাভার্ড ভ্যান-এর চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
বন্দর থানার ডিউটি অফিসার জহিরুল হক বলেন, উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা