অপহরনের ৩ দিন পর ঝিকরগাছার নিশ্চিন্তপুর গ্রামের মৃত বাবুর আলীর পুত্র কুখ্যাত কিলার রবিউলের লাশ শার্শার সম্মন্ধকাঠি গ্রামের মাঠ থেকে বস্তা বন্দি অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ঝিকরগাছার নিশ্চিন্তপুর গ্রাম থেকে দিনে দুপুরে ডাবল মার্ডারের অন্যতম আসামি রবিউলকে অজ্ঞাত দুর্বত্তরা অপহরন করে নিয়ে যায়। এ অপহরন ঘটনার পর শার্শা ও ঝিকরগাছা থানা পুলিশ বারবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ও রবিউলকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সকালে শার্শার সম্মন্ধকাঠি গ্রামের মাঠের ষরিসা ক্ষেত থেকে গ্রামবাসীর তথ্য অনুযায়ী পুলিশ রবিউলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহরনকারীদের আটক করতে পারেনি।

উল্লেখ্য, গত ৫মাস পূর্বে ঝিকরগাছা থানার সাদিপুর গ্রামের রুহুল আমিনসহ ২ জনকে কুখ্যাত কিলার রবিউল তার বাহিনীর সদস্যদের নিয়ে বোমার বিস্ফোরন ঘটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here