শার্শার ঠিকাদার, দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও বিগত সরকারের অসাধু রাজনৈতিক নেতাদের অনিয়ম ও দুর্নীতির কারনে ৭২ কিলোমিটার পাকা সড়ক যোগাযোগ ব্যবস্থার অনুপযোগী হয়ে পড়েছে। শার্শা উপজেলা সদরের পাশের কামারবাড়ী থেকে চৌগাছা পর্যন্ত সড়কটি গত তত্বাবধায়ক সরকার আমল থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অত্যন্ত ঝুকিপূর্ন অবস্থায় হয়ে পড়েছে এ সড়কটি। একই অবস্থা নাভারন – সুবর্নখালী সড়ক।

শার্শা উপজেলার বেনাপোলে দেশের সর্ববৃহত স্থল বন্দর হওয়ায় সড়ক দিয়ে প্রতিদিন কয়েক’শ পন্যবাহী গাড়ী এ সড়ক দিয়ে চলাচল করে। ধারন ক্ষমতার অতিরিক্ত পন্য বহনের কারনে এ সড়কের অবস্থা হয়েছে বলে এলাকাবাসী জানায়। এ বন্দর থেকে সরকার বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব আদায় করলেও এ উপজেলায় কোন উন্নয়ন হয়নি।

শার্শা উপজেলা প্রকেীশল অধিদপ্তর সুত্রে জানা যায়, এ উপজেলায় ৮৫৫ কিলোমিটার কাঁচা সড়ক, ১৮০ কিলোমিটার পাকা সড়ক ও ৮৭ কিলোমিটার এইচবিবি সড়ক রয়েছে। ১৮০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৭২ কিলোমিটার পাকা সড়ক যোগাযোগ ব্যবস্থার অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে শার্শার কামারবাড়ী থেকে গোড়পাড়া ৯ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার, শার্শা থেকে জামতলা ৮ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার, নাভারন বাজার থেকে সুবর্নখালী ৫ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার, বেনাপোল বাগআঁচড়া সড়কের ২০ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার, হাড়িখালী মোড় থেকে হাড়িখালী বাজার পর্যন্ত ২ কিলোমিটার, বেনাপোল ছোট আঁচড়া মোড় থেকে পুটকালী পর্যন্ত ১০ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার, বাগআঁচড়া বাজার থেকে গোগা পর্যন্ত ১২ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার, জামতলা থেকে গোগা সড়কের ১৬ কিলোমিটারের মধ্যে ১২ কিলোমিটার, বেনাপোল থেকে গোড়পাড়া সড়কের ১১ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার, বেনাপোল থেকে গোগা সড়কের ১৫ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটার, বেনাপোল চেকপোষ্ট থেকে গাতিপাড়া পর্যন্ত ৪ কিলোমিটারের মধ্যে ২ কিলোমিটার, নাভারন থেকে গোড়পাড়া সড়কের ১২ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার, বেনাপোল দুর্গাপুর মোড় থেকে সর্বাংহুদা পর্যন্ত ৫ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার, কাগজপুকুর থেকে গয়ড়া পর্যন্ত ৫ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটারসহ প্রতিটি সড়কই চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

তা ছাড়া প্রতিটি সড়ক দিয়ে ধারন ক্ষমতার অতিরিক্ত পন্য বোঝায় যানবাহন চলাচলে সড়কের স্থায়ীত্ব হারিয়ে যাচ্ছে। নতুন সড়ক নির্মান বা সংস্কারের সময়ই কাজের মান নিম্নমানের হওয়ায় সড়কের এ অবস্থা হয়েছে বলে এলাকাবাসীর দাবি। উপজেলার ১২২২ কিলোমিটার সড়কের মধ্যে ৮৫৫ কিলোমিটার কাচা সড়ক পাকা করার তালিতায় রয়েছে। এ দিকে ১৮০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৭২ কিলোমিটার সড়কের সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে পত্র দিয়ে ছিল সংশ্লিষ্ট দপ্তর। অথচ মাত্র ৭.২ কিলোমিটার সড়ক সংস্কারের বরাদ্ধ পেয়েছে শার্শা প্রকৌশল দফতর।

এ ব্যাপারে শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহারাব হোসেন জানান, এ উপজেলার বেনাপোল বন্দর থেকে সরকার বছরে আড়াই হাজার কোটি টাকার রাজস্ব আয় করে। এর শতকরা এক ভাগ শার্শার উন্নয়ন কাজে ব্যয় করলে আগামি ৫ বছরে উন্নযনের জন্য ভাবতে হবে না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here