শার্শায় সাড়ে ৪ কেজি ও ৪২ বোতল ফেনসিডিলসহ পুলিশ ২ জনকে আটক করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্য এস আই আসাদ শার্শার মাখলার বিল নামক স্থান থেকে আটার প্যাকেটের  মধ্যে পলিথিনে ভরা সাড়ে ৪ কেজি ফেনসিডিলসহ খোকন মিয়া নামে এক ব্যক্তিকে করেছে। আটককৃত ব্যক্তি শার্শার দক্ষিন বারোপোতা প্রামের মৃত মসলেম মোড়লের পুত্র।

ফেনসিডিলসহ আটক খোকন মিয়া জানায়, সে ৫শ’ টাকার বিনিময়ে একই গ্রামের আব্দুল খালেকর পুত্র মাদক ব্যবসায়ী সহিদুল্লাহ ওরফে দুল্লা’র ফেনসিডিল জামতলা বাজারে পৌছে দিচ্ছিলাম। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে খোকন মিয়া ও দুল্লা’র নামে মামলা হয়েছে।

অন্যদিকে পুটখালী বালুর মাঠে অভিযান চালিয়ে একটি হিরো হোন্ডা মটরসাইকেল ও ৪২ বোতল ফেনসিডিলসহ জসিম উদ্দিন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক জসিম উদ্দিন পুটখালীর পুর্বপাড়া মহল্লার জয়নালের ছেলে। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইয়ানুর রহমান/শার্শা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here