শার্শার পল্লীতে এসএসসি পরীক্ষার্থী মাসুম রেজা হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে পুলিশ চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে।

শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এস আই আজিজ জানান, শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাসুম রেজা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার পুলিশ প্রেমিকা লামিয়ার পিতা মফিজুর রহমান ও চাচাতো ভাই আবিদ হোসেন সোহাগকে আটক করেছে। তাদের কাছ থেকে পুলিশ মাসুম রেজা হত্যাকান্ডের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরো জানায়, আটককৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও তদন্তের সার্থে গোপন রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী গভীর রাতে  শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাসুম রেজা প্রেম ঘটিত কারনে প্রেমিকার স্বামী স্বজনদের নিহত হয় বলে অভিযোগ উঠেছে। নিহত মাসুম রেজা (১৮) পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়াকালীন সময়ে নবম শ্রেণীতে পড়ুয়া লামিয়া নামের এক ছাত্রীর সাথে প্রেমজ সর্ম্পক গড়ে তোলে। এ ঘটনা জানাজানি হলে উক্ত ছাত্রীকে তার পিতা-মাতা গত ৩ মাস পূর্বে শালকোনা গ্রামের ইউসুফ আলীর পুত্র ইউনিয়ন স্বাস্থ্য উপ-সহকারী সোহাগের সাথে বিয়ে দেয়। বিয়ের পরও মেয়েটি মাসুম রেজার সাথে মোবাইলে প্রেমের পুরো সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। লামিয়ার স্বামী সোহাগ বুঝতে পেরে সমপ্রতি মাসুম রেজার বাড়ীতে যেয়ে হত্যার হুমকি দিয়ে আসে।

নিহতের মা পারভিনা বেগম জানান, নিহেতের আগের দিন সোমবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে কে বা কারা মাসুম রেজাকে পাকশিয়া বাজারে আসতে বলে। তারপরে রেজা আর বাড়ী ফেরেনি। পরিবারের পক্ষ থেকে খোজা খুজি করা হয়। মঙ্গলবার সকালে মাছুমের লাশ পাকশিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনের বাজার মসজিদ-এর পাশে কাঠ দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। লাশ দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/ ইয়ানুর রহমান/শার্শা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here