মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি ::
যশোরের শার্শা কল্যান সমিতি’র উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় শার্শার গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ।
এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যদেন প্রধান অতিথি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন, শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসান, যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান, মেহেদী হাসান টিটু, সৈয়দ কামরুজ্জামান কাজল, মশিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, রেজা বাপ্পি, মুক্তিযোদ্ধা মোজাফফার হোসেন, গোড়পাড়া গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব ও আলহাজ্ব আনছারুল হক প্রমুখ।
শার্শা কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বলেন,  শার্শা কল্যান সমিতি একটি অরাজনৈতিক ও অলাভ জনক প্রতিষ্ঠান। এই সমিতির পক্ষ থেকে ১৫জন অভিজ্ঞ ডাক্তার সকাল ১০থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন।
তিনি বলেন, এর মধ্যে নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামান, অর্থপেডিক্স ও ট্রমা সার্জারী বিশেষজ্ঞ শার্শা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার ইকবাল হোসেন, ডেন্টাল বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার তাসলিমা রহমান সেজুতি, ডাক্তার কে এম সেলিম মাহমুদ, ডাক্তার হাসানুজ্জামান,  ডাঃ সিনথিয়া জেরিন, ডাঃ শিমুল হোসেন, ডাঃ আহমেদ রুবায়েত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here