মালিক উজ জামান, যশোর থেকে :: 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে অর্ধকোটি টাকার সোনাসহ এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি। আটক আবুল কালাম(৬৪) ওই এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান, শুক্রবার সকাল ১১ টায় নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে বাগ আচঁড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সাইকেল আরোহী কালামকে তাদের সন্দেহ হয়।

এসময় তাকে তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫৮৩ গ্রাম ও দাম ৫৮ লাখ ৩০ হাজার টাকা। তিনি আরও জানান, এ ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here