সিরাজুল ইসলাম সিরাজ যশোর ২২ ডিসেন্বর যশোরে ৭ম শামস্‌-উল-হুদা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে যশোরের মুক্তিযোদ্বা মঈন স্মৃতি সংসদ।

২২ডিসেম্বর বিকালে যশোর শামস্‌-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় তারা ২-০ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনকে। খেলায় প্রথমর্ধে ২-০ গোলে এগিয়ে ছিল মুক্তিযোদ্বা মঈন স্মৃতি সংসদ। শেষ পর্যন- ২-০ গোলের জয় পায় তারা। মুক্তিযোদ্বা মঈন স্মৃতি সংসদ জেলা দলের পক্ষে পেলান্টি থেকে গোলটি করেন সেভিয়া খেলার ২৮ মিনিটে।

দ্বিতীয় গোলটি করেন জামাল ৪২ মিনিটে। ম্যন অব দ্যা ম্যাচ হন মুক্তিযোদ্বা মঈন স্মৃতি সংসদ এর গোল রক্ষক মুন্না। আগামী ২৪ডিসেম্বর শনিবারের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে যশোরের সৌখিন ক্রীড়া চক্র বনাম রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here