প্রধান নির্বাচন কমিশনার পদে ড. এটিএম শামসুল হুদাকে প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতে যাচ্ছেন। তবে তার সঙ্গে বাকি চার কমিশনার নিয়োগে একটি সার্চ কমিটি করবেন তিনি। সার্চ কমিটি প্রধান দুই রাজনৈতিক জোটের সুপারিশ অনুসারে দুইজন করে নির্বাচন কমিশনার নিয়োগ দেবে। বঙ্গভবন ও নির্বাচন কমিশন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে গণমাধ্যমকে ড. কামাল হোসেন বলেছেন, এ টি এম শামসুল হুদাকে এই পদে রেখে দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধাও নেই। তার এ বক্তব্যে একই মত জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্তও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই বেশ কয়েকজনের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই বাছাইও করা হয়েছে। নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে আগ্রহী প্রধানমন্ত্রী।