Print

দহন
শামসুদ্দিন হীরা

পুড়ছি এ চৈত্র দাহনে ;
হে চৌচির জমি-
আমার সীমাবদ্ধতা তুমি লুকিয়ে রাখো তোমার দগ্ধরেখায়।
দেখো!
বিদায়ী চৈত্র শেষে ঝড় হবে ; প্রলয়ঙ্করী ঝড়।
শকুন উড়বে পুড়ে ছাঁই হওয়া মেঘে।
কৃষাণ কাঁদবে,
অফুরান যন্ত্রণার বীজে।
কতিপয় উৎসুক শকুন আর শ্বাপদের জনপদে,
ভরে যাবে মরা কঙ্কালের শবে।
তুলে নাও হে পরিযায়ী ঘূর্ণি,
ফেলে দাও কোন জ্যোৎস্নাগ্রামে,
অথবা নীলাভ চরে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here