যবন ও স্বাধীনতা

-শামসুদ্দিন হীরা

 

এখনো কি হয় না তোমার বিসমিল্লাহ খার সানাই
শোনা?
গোলাম আলীর মিহি সুরে ভরছে কি তোমার গানের
আসর?
শাহরুখ আর সালমানরা কি সৌদি কিংবা
বাংলাদেশের?
রাজনীতির এক ঘৃণ্য খেলায় হিন্দু মারে
মুসলমানরে।
আমজাদ আলীর সারোদ তানে রবিশংকর সেতার
সাধেন,
বিশ্বে উড়াও জয়ের নিশান গুলজার আর
রেহমানে,
তখন কেন করছো ঘৃণা! জন্ম নেয়া
মুসলমানে?
তিতুমীরের বাঁশের কেল্লায় বৃট্রিশদের কে বুক
কাপাঁলো!
সেই বাঁশেতে দিল্লীতে তো মুসলসানরে মাথা
ফাটালে?
কতো যে বীর আশফাকুল্লাহ দেশের জন্য শহীদ
হলো,
হাকিম আজমল খাঁ তো তখন সর্ব কংগ্রেসেরও
সভাপতি
নজরুলের এক সাম্য কথায় অখন্ড এক ভারত
হলো,
কোথায় তখন যবন ঘৃণা কোথায় তোমার
করকরানি?
মির্জা গালিবের শায়েরী শুনে কেমন করে ঘৃণা
পোষো?
১৭৫৭ থেকে ১৯৪৭ এ মিথ্যা দিয়ে ইতিহাস
গড়ো!
স্বাধীনতার ইতিহাসে মুসলমানে ভূমিকা
জানো?
কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিচলুর আত্নত্যাগ কি সত্য
মানো?

 

 

 

লেখক: সিনিয়র প্রযোজক, জিটিভি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here