শামসুদ্দিন হীরা

অন্ধকারে জোৎস্না প্লাবন
শামসুদ্দিন হীরা

অবদমিত কঙ্কালের মতো ঝুলে আছে একখানি চাঁদ
বৃ্ষ্টিশূণ্য আকাশটা যেন তারাভর্তি ঝুলে থাকা চাঁদোয়া
অপ্রাসঙ্গিক আমার দৃষ্টির প্রক্ষেপণ

অহেতুক জানালা গলে বাহিরে তাকিয়ে থাকা
সন্তরণকৌশলে ইতিহাস চর্চ্চা করলে কেমন হয়!
এই ধরুন সৌদি কাতার, শিয়া সু্ন্নি আস্তিক নাস্তিক
আমার বড্ড ঘুম পাচ্ছে ; কখন যেন বালিশকে
আঁকড়ে ধরে হারিয়ে যাই ঘুমের অতলে
ক্রমেই আমি অন্ধকারে নেমে যাচ্ছি ; আবছায়া
মাকড়শার জাল মুখে লেপটে যাচ্ছে
হাতে লাগছে বিভ্রম নারী অঙ্গ
ঐ তো অল্প আলোতে ঝরাপাতার রাস্তা রেখা
হেঁটে যাই সন্ধ্যা আলোয় ; দুরে দেখি
জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ফসলশূন্য মাঠ
বিবশ মস্তিষ্কে অবশ হয়ে আসে আমার সব ভাবনা
আমি তলিয়ে যাচ্ছি গভীর অন্ধকারে।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here