‘মিট আউয়ার মেটস্‌ ওয়ান্স এগেইন’ এই স্লোগানকে সামনে নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রথম পূণর্মিলনী উৎসব শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তিনদিন ব্যাপী এ উৎসবে নেয়া হয়েছে নানা আয়োজন। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার জন্য ইতিমধ্যে ক্যাম্পাস সেঁজেছে বর্ণিল সাজে।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিনে  ক্যাম্পাসে সকাল ১০ টা থেকে দুপুর ২টা থাকছে নাম নিবন্ধন,কার্ড সংগ্রহ,টি-শাট বিতরণ,আনন্দ মিছিল,খাবার ইত্যাদি। এরপর দুপুর আড়াইটা থেকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সংঙ্গীতানুষ্ঠান, এতে গান গাইবেন জনপ্রিয় কন্ঠশিল্পী বারী সিদ্দীকি। তাছাড়া দিক থিয়েটার,মাভৈ,শিকড়,আজ মুক্তমঞ্চ,থিয়েটার সাস্টসহ বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, নাটক,গান ও নৃত্যে পরিবেশন করে অনুষ্ঠান মাতাবেন।
আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাস দাস গুপ্ত জানান, পুর্নমিলনী উৎসবের নিবন্ধন শেষে উৎসবের প্রস’তি এখন শেষ পর্যায়ে। বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানের তিন দিনই জব ফেয়ার আয়োজন করছে প্রথম আলো জবস। এতে ১৫টির মত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান অংশ নেবে।
এ ছাড়া উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমস, ওয়ারফেজ ও সোলস ছাড়াও জাতীয় পর্যায়ের কয়েকজন সঙ্গীতশিল্পী গান গাইবেন। থাকবে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, নাটক ও নৃত্য।
পূণর্মিলনী সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে http://www.sustreunion2012.com-এই ওয়েব ঠিকানায়।

 

আতিক মাহবুব/শাবি প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here