শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হলে দৃষ্কৃতিকারীদের হামলায় আতংকে ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল এলাকায়। শনিবার রাত পৌনে নয়টার দিকে শাহপরান ও ২য় ছাত্র হলে কেউ কিছু বুঝে উঠার আগে একদল অজ্ঞাতনামা হলের ফটকে  কটটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় বিকট আওয়াজের ভয়ে আবাসিক হলের ছাত্ররা দিগ্বিবেদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও প্রভোস্টগণ ঘটনাস্থল প্রদর্শন করে। নাশকতা এড়াতে হল ও ক্যাম্পাসে প্রচুর র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ হল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে নয়টার দিকে ১৫/২০ জনের দুষ্কৃতিকারীদের একটি দল মোটর সাইকেল যোগে শাবির শাহপরান হল ও ২য় ছাত্র হলের ফটকে ককটেল নিড়্গেপ করে। এসময় দৃষ্কৃতিকারীরা দুই হলের গ্লাসে ভাংচুর করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। কয়েক দফা ককটেলের বিকট আওয়াজে আবাসিক শিক্ষার্থীরা ভয়ে দিগ্বিবেদিক ছোটাছুটি করে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্ট। তবে দৃষ্কৃতিকারীদের হামলায় আবাসিক হলগুলোর ফটকে তালা লাগিয়ে ভিতরে সশস্ত্র অবস্থান নেয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় অস্থিতিশীলকারী শিবির ক্যাডাররা আবাসিক হলে হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়াচ্ছে বলে ছাত্রলীগ দাবী করেছে।

এদিকে হলে নিরাপত্তার কাজে নিয়োজিত কর্তব্যরত পুলিশ ও প্রহরীদের উপস্থিতিতে এ রকম হামলার ঘটনায় তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন তোলেছে শাবির আবাসিক ছাত্ররা।

২য় ছাত্র হলের সোহেল ও তানভীর জানায়,খাবার খেতে ছিলাম এসময় হলের পিছনে বোমা আওয়াজ শুনে ভয়ে ছোটাছুটি করি। তারা প্রশাসনের সমালোচনা করে বলেন,আবাসিক এলাকায় পুলিশ ও প্রহরী থাকার পরও প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন,ঘটনার খবর পেয়ে প্রভোস্টসহ প্রক্টরিয়াল বডি দ্রম্নত ঘটনাস্থলে যাই। তবে হামলাকারীদের ব্যাপারে জানতে চাইলে বিবরণ দিতে অক্ষামতা প্রকাশ করে ক্যাম্পাস ও হল এলাকায় র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ফোন কেটে দেন।

ঘটনার ব্যাপারে ২য় ছাত্র হলের প্রভোস্ট ড. আনোয়ারম্নল ইসলাম দিপুকে কয়েকবার ফোন দিলে  কথা না বলে কেটে দেন।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক এলাকায় প্রশাসন প্রচুর র‌্যাব-ও পুলিশ মোতায়েন করেছে। আবাসিক এলাকায় আতংক ও নাশকতা এড়াতে গোয়েন্দা সংস্থার  নজরদারি বৃদ্ধির পাশাপাশি দ্রুত হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/আতিক মাহবুব/শাবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here