সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপন কার্যক্রম পরিচালানর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তাহরীরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাত ৩টায় র‌্যাব ৯ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সুবিদবাজার ও বনকলা পাড়া এলাকার টাইটানিক মেস  থেকে তাদের কে আটক করা হয়।

র‌্যাব জানায়, আইন বিরোধী বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ড পরিচালানর অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কর্মীরা হচ্ছে, শাবির আর্কিটেকচার ৪র্থ বর্ষের ২য় সেমিষ্টারের ছাত্র ও চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার হোড়ারবাগ গ্রামের নুরুল ইসলামের পুত্র রেজা আনসালী ওরফে রেজাউল ইসলাম(২২), মদন মোহন কলেজের একাউন্টিং বিভাগের ২য় বর্ষের ছাত্র ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গুপশহর গ্রামের ফজলুল করিম খান এর পুত্র আশরাফুল করিম খান(২২) এবং আইপিই বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও চট্রগ্রামের হালিশহরের বাসিন্দা  এস এম জাহিদের পুত্র মোঃ রিফাত হোসেন (২১)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে  বিপুল পরিমান নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুত তাহ্‌রীরর পোষ্টার, লিফলেট ও তাদের গোপন তথ্যসহ একটি ল্যাপটপ কম্পিউটার ‌উদ্ধার করা হয়। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আতিক/শাহজালাল বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here