আতিক মাহবুব, শাবি :

১১ জানুয়ারীতে ছাত্র সংঘর্ষের জের ধরে আবাসিক ছাত্র হলগুলোতে শিবির নিয়ন্ত্রিণ ও সাধারণ শিক্ষার্থীদের কক্ষে কোটি কোটি টাকার মালামাল লুটপাটের পর এবার সাংবাদিক কক্ষে হানা দিল ছাত্রলীগ ক্যাডাররা।
বৃহস্পতিবার রাতে শাহপরান হলের এ-ব্লকের ২০৩ নং সাংবাদিক কক্ষে তালা ভেঙ্গে কম্পিউটার, প্রিন্টার, কাপড়-চোপড়সহ প্রায় দেড় লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুটপাট করে।

উক্ত কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি জাতীয় দৈনিকের সংবাদকর্মী থাকতেন। হলে কর্তব্যরত পুলিশ ও প্রহরীদের উপসি’তিতে লুটপাটের ঘটনায়  তীব্র নিন্দা ও দোষীদের বিচার ও ক্ষতিপূরণ চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী  শিক্ষকবৃন্দ।

লুটপাটে জড়িতদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিকরা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ প্রদান করবে বলে  প্রেস ক্লাবের সদস্য সচিব আজগর খান জানান।

এদিকে সাংবাদিক কক্ষে ছাত্রলীগ ক্যাডারদের লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাখা ছাত্রদল । শাখার আহবায়ক এসএম জাহাঙ্গীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।

এ ব্যাপারে ছাত্রলীগের আহবায়ক শামছুজ্জামান চৌধুরী বিষয়টি দেখছেন বলে জানান।

ঘটনার ব্যাপারে শাহপরান হল প্রভোস্ট ড. মস্তাবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস’া দ্রুত ব্যবস’া নেয়া বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here