ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশের ব্যাটিং যেন ডাঙায় তোলা মাছের মত। কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না ব্যাটিং ইউনিট। প্রতিনিয়ত পরিবর্তন আসছে। কিন্তু নিজের কাজটাই ঠিকঠাক করতে পারছেন না কেউই। বিশ্বকাপের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাদ দিলে, বড় দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ টাইগার ক্রিকেটাররা। সেঞ্চুরি আসেনি কারও ব্যাট থেকেই।
রান উৎসবের এই বিশ্বকাপে টাইগাররা এখন পর্যন্ত করতে পারেনি ৩০০ রান। ২০০ পার করে ৫০ ওভার পুরো ব্যাট করাটাই যেন চ্যালেঞ্জের কাজ তাদের জন্য। আর এর ফলে পয়েন্ট টেবিলেও অবস্থান সুবিধার না বাংলাদেশের। দলের সহ-অধিনায়ক শান্তও জানেন ব্যাটিং লাইনআপের দুর্দশার কথা। পরের ম্যাচে সতর্ক থেকে ব্যাট করার কথাই শোনালেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হয়নি। গত ম্যাচেও আমরা খুব বাজে খেলেছি। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার। আমার মনে হয় না (উইকেট খারাপ ছিল)। উইকেট ভালোই মনে হয়েছে। নতুন বলে কিছুটা বাউন্স ছিল। আমি বলছি না আমাদের ব্যাটিংয়ের সময় খুব সতর্ক থাকতে হবে। তবে আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে রান নেই। তানজিদ তামিম এবং লিটন দাস, দুজনের ব্যাটেই চলছে রানখরা। শান্তও জোর দিলেন শুরুর রান তোলার দিকে, ‘আমরা জানি বিশ্বকাপের উইকেট ভালো। আমরা যদি শুরুতে ভালো করতে পারি, তাহলে ব্যাটিং দল হিসেবে আমাদের ভালোই মনে হবে।’
পেস বোলাররা উইকেট না পেলেও কিছুটা আশার কথা শুনিয়েছেন সহ-অধিনায়ক শান্ত, ‘আজ তিন পেসারের কথা বলতেই হয়, তারা খুবই ভালো বোলিং করেছে। গত ম্যাচে আমরা ভালো বোলিং করিনি। কিন্তু আজ পেসাররা তাদের সামর্থ্য দেখিয়েছে, ভালো বোলিং করেছে। এটা (বোলারদের পারফরম্যান্স) আমাদের সামনের ম্যাচগুলোতে নিশ্চয়ই সাহায্য করবে। সবচেয়ে বড় উন্নতিটা এসেছে পেস বোলিংয়ে। পরের ম্যাচগুলো নিশ্চয়ই অন্যরকম হবে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে, দায়িত্ব নিতে হবে।’