নিহত মেয়র লোকমান হোসেনের উত্তরসূরি নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে নরসিংদী পৌরসভায়।
সবশেষ খবর অনুযায়ী ৩১টি কেন্দ্রের সব ক’টিতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত মেয়র নির্বাচনে মোট ৭৭ হাজার ৫৮১ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
রিটার্নিং অফিসার মু. আবদুল অদুদ জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ওয়েবক্যাম স্থাপন করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার