রাজধানীর শান্তিনগরে ইন্টার্ন প্লাস বিপণি বিতানের সামনে বাবা ও ছেলেকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে ইনকাম ট্যাক্স কর্মকর্তা নাজির আহমেদ (৫০) ও তার ছেলে আসিফ আহমেদ (২২) গুলিবিদ্ধ হন।
জানা যায়, টাকার ব্যাগ নিয়ে তারা ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা কয়েকজন ছিনতাইকারী ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে দুই পক্ষের ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে বাবা ও ছেলে দৌড় দিলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন। আহত বাবা ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার