ডেস্ক রিপোর্ট::  শাকিরার ওয়াক্কা ওয়াক্কা গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন এক পাকিস্তানি আম বিক্রেতা।

ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হামজা চৌধুরী নামে এক ব্যক্তি। প্রতিনিয়ত নেট মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। যেখানে আমরা দেশ বিদেশের বহু মানুষের প্রতিভা সমাজ মাধ্যমে দেখতে পাই।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পাকিস্তানি আম বিক্রেতা শাকিরার জনপ্রিয় গান ওয়াক্কা ওয়াক্কা তার নিজের কায়দায় গাইছেন। জানা গেছে, ভিডিওটি রেকর্ড করা হয়েছে পাকিস্তানের অ্যাটকে।

এই ভাইরাল হওয়া ভিডিওটি হামজা চৌধুরী নামে একজন ব্যক্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্লিপে এক ফল-বিক্রেতাকে শাকিরার ওয়াক্কা ওয়াক্কা গান গাইতে শোনা যায়। তবে গানটি শাকিরার মূল সংস্করণ নয়। মূলত আম বিক্রি করার জন্য তিনি তার নিজের মতো করে গানটি গেয়েছেন। যা বহু নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। সূত্র- কলকাতা ২৪*৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here