ডেস্ক রিপোর্টঃঃ  মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে শিশুদের বর্ণ অঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দনিয়া পাঠাগারের উদ্যোগে বর্ণ অঙ্কন প্রতিযোগিতার ১৮তম আয়োজন এটি। এবার এ প্রতিযোগিতায় প্রায় ৬০০ শিশু-কিশোর অংশ নেয়।

বর্ণ অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি এ বছর চিত্রাঙ্কন বা ছবি আঁকার ক্যাম্প (আর্ট ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে ছবি আঁকার জন্য দেশের ১৪ জন বরেণ্য চিত্রশিল্পী উপস্থিত ছিলেন। তারা হলেন- শাহেদ আহমেদ, কিশোর মজুমদার, এস এম মিজানুর রহমান, মোহাম্মদ আলী, আব্দুর রব খান, ডলি শাহীন, আয়েশা প্রভা, প্রীতম মজুমদার, পল্লব দাস, নাজিম মনশশির, পূর্ণতা সন্ধি, অলক সরকার, আসমা ইসলাম, ইমন আলী।

 

আর্ট ক্যাম্পে প্রাপ্ত ছবিগুলো বিক্রি করা অর্থ পাঠাগার ও পড়ার আগ্রহ উন্নয়নের বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে।

শনিবার সকাল ১০টায় বর্ণ অঙ্কন প্রতিযোগিতা ও ছবি আঁকার ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান ও বর্ণ অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান রহমান ও আইনুল হক মুন্না।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান কামরুল হাসান রিপন এবং অধ্যক্ষ আলমগীর মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলার শিশু-কিশোররা দলীয় নৃত্য পরিবেশন করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here