১৯৯০ এর স্বৈরচার বিরোধী আন্দলনে নিহত শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজশাহী বিএমএ ভবনে বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েসন আয়োজিত সংগঠনের ভারপ্রপাপ্ত সভাপতি রাজশাহী মেডিকেল কলেজের উপধাক্ষ ডাঃ দায়েম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এ সময় তিনি বলেছেন, ডাক্তার মিলনের রক্ত ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ঘাতকের গুলিতে তাঁর মৃত্যু জাতিকে গভীরভাবে আলোড়িত করেছিল। ফলে তাঁর মৃত্যুর কয়েক দিনের মাথায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ শেখ তবিবুর রহমান মাসুম , ডাঃ খলিলুর রহমান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ আকবর হোসেন/রাজশাহী