ডেস্ক রিপোর্ট::  পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদের স্মরণসভায় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি হওয়ায় সভায় হট্টগোলের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে দুমকি উপজেলা পরিষদ অডিটেরিয়ামে এই স্মরণসভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

স্মরণসভায় উপজেলা কৃষকলীগের সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলী মৃর্ধা এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম অংশগ্রহণ করায় সভাকক্ষে উপস্থিত ছাত্র-জনতার মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় অকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সভাকক্ষ থেকে তারা বের হয়ে যান।

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হালমার ঘটনা ঘটেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম সাহিন ও অফিসার ইনচার্জ দুমকি থানা ফিরোজ আহমেদ।

এ ছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here