সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গলাচিপায় শরৎ বিহারি সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় ১৬তম বিশ্ব অটিজম সচেতন দিবস।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা, বিশেষ অতিথি ছিলেন গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক, তাপস দত্ত, বিশেষ অতিথি ছিলেন সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইয়ুম, বিশেষ অতিথি ছিলেন বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক জনাব রেদওয়ান তালাল, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার কাওছার নাইম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা চানু দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাশ। অনুষ্ঠানের সভাপতি তার শুভেচ্ছা বক্তৃতায় শুরু থেকে বর্তমান পর্যন্ত স্কুলের বিভিন্ন সাফল্য তুলে ধরেন ও কিছু সীমাবদ্ধতার কথাও প্রধান অতিথির কাছে ব্যক্ত করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি, সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইয়ুম বলেন- প্রতিবন্ধীরা দেশের সূবর্ন
নাগরিক। উপস্থিত অবিভাবকের উদ্দেশ্য বলেন আপনারা আপনাদের সন্তানদের বোঝা ভাববেন না, ওরা আল্লাহর বিশেষ নেয়ামত এবং দেশের সম্পদ। উপজেলা সমাজসেবা অফিস সবসময় আপনার সন্তানদের পাশে আছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, বিদ্যালয়টি তৈরীতে যারা জমি দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন তাদের এ শ্রম বৃথা যাবে না। আমি বিদ্যালয়ের জন্য সরকারের তরফ থেকে যা যা করণীয় আছে সবই করবো।
আপনাদের যে দাবী আছে তার মধ্যে অন্যতম হলো বিদ্যালয়টিতে বিদ্যুৎতায়নের আওতায় আনা সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যবস্থা নিচ্ছি, খুব শীঘ্রই শিশুদের জন্য খেলাধুলা সামগ্রীর ব্যাবস্থা করবো, অন্যান্য সমস্যা যা আছে তাও যাতে দ্রুত সমাধান হয় সে ব্যাপারে উদ্যোগ নিবো। পরে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত অবিভাবকরা প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।