কাজের মাধ্যমে সব রাজনৈতিক দলের জবাব দেয়া হবে বললেন নতুন নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকালে শপথ নেয়ার পর সুপ্রিমকোর্ট আপিল বিভাগের জাজেজ লাউঞ্জে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি নতুন নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করেছে এমন প্রশ্নের জবাবে সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনার রকিবউদ্দিন বলেন, “আমরা কথায় নয় কাজের মাধ্যমে আমাদের নিরপেক্ষতা প্রমাণ করবো।”
রকিবউদ্দিন আহমদ বলেন, “আমরা সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যাব। আমরা আমাদেরকে কাজের মাধ্যমেই দেশবাসী ও রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পারবো “
তিনি বলেন, “রাজনৈতিক দলের মধ্যে কোনো বৈষম্য করতে চাই না। আমরা শপথ নিয়েছি একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন সম্পন্ন করতে যাতে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়।”
নতুন এ কমিশনার বলেন, “নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা আমাদের দায়িত্ব। আমরা আপ্রাণ চেষ্টা করবো একটি সুন্দর নীতিমালার মাধ্যমে সব নির্বাচন সম্পন্ন করতে।”
এ সময় অন্য কমিশনার অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. জাভেদ আলীও উপস্থিত ছিলেন।
শপথ নিলেন সিইসিসহ ৩ ইসি
শপথ নিলেন সদ্য নিয়োগ পাওয়া ১১তম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন ও তিন কমিশনার। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।
প্রধান বিচারপতি প্রথমেই প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদকে শপথ পাঠ করান। পরে পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাভেদ আলীকে শপথবাক্য পাঠ করেন।
তবে কমিশনারদের মধ্যে একজন কমিশনারের মেয়াদ শেষ না হওয়ায় সদ্য নিয়োগ পাওয়া মো. শাহনেওয়াজকে শপথ দেয়া হয়নি। গত ৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারক সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি ১০ জনের নাম সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে জমা দেন।
পরে বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ১১৮ এর ১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী রকিব উদ্দিন আহমদকে এবং অন্যান্য কমিশনার হিসেবে যথাক্রমে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. জাভেদ আলী, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. শাহনেওয়াজকে নিয়োগ দেন।
পরে তাদের নিয়োগের বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আজকের এ শপথের পর দিয়ে শামসুল হুদার উত্তরসূরি হিসেবে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নতুন কমিশনার রকিব উদ্দিন আহমদ।