শপথ গ্রহণ করলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত পাঁচ জন সংসদ সদস্য। বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় সংসদের স্পীকার আবদুল হামিদ এ্যাডভোকেট নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হুইপ আ. স. ম. ফিরোজ ও সংসদ সদস্যগণ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহ্ফুজুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সৃষ্ট জাতীয় সংসদের সংরক্ষিত নতুন পাঁচটি মহিলা আসনে নির্বাচন কমিশন কর্তৃক বিজয়ী ঘোষিত শপথ গ্রহণকারী সংসদ সদস্যগণ হলেন ফজিলাতুন নেসা, ফজিলাতুন নেসা বাপ্পী, হাসিনা মান্নান, পিনু খান ও এ, এন, মাহফুজা খাতুন বেবী মওদুদ।
সংসদ সচিবালয়ের উদর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা