সিনিয়র রিপোর্টার

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম

 আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভা আরেক দফা সম্প্রসারিত হয়েছে। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। এছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার রাত আটটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাদের শপথ পড়ান।

নতুন করে দুই মন্ত্রী যোগ হওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪০ জনে উন্নীত হলো। এ নিয়ে দ্বিতীয় দফা মন্ত্রিসভা সম্প্রসারিত করা হয়।

নতুন করে দুই জন মন্ত্রী শপথ নিলেও মন্ত্রিসভা থেকে কাউকে বাদ দেয়া হচ্ছে না। তবে কয়েক জন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন শপথ নেয়া সুরঞ্জিত সেন গুপ্তকে পানিসম্পদ মন্ত্রণালয় এবং ওবায়দুল কাদেরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সুরঞ্জিত আওয়ামী লীগের আগের সরকারের আমলে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। ওবায়দুল কাদের ছিলেন যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। আর হাছান মাহমুদ বর্তমান সরকারের প্রতিমন্ত্রী হিসেবে এতোদিন দায়িত্ব পালন করে আসছেন।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here