৩ ডিসেম্বর শনিবার বাঙালির জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমীর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সকাল ১০:৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ; সকাল ১১:০০টায় বাংলা একাডেমীর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিকেল ৪:০০টায় একাডেমীর রবীন্দ্রচত্বরে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা।

‘মুসলিম সাহিত্য-সমাজ ও বাংলাদেশ’ বিষয়ে বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক খোন্দকার সিরাজুল হক। স্বাগত ভাষণ দেবেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বক্তৃতানুষ্ঠান শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নিবেদিত প্রামাণ্যচিত্র ‘বাংলা ও বাঙালির বাংলা একাডেমী’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন।

আ হ ম ফয়সল, ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here