১১.১১.১১ – এমন তারিখ প্রতি শতাব্দীতে একবারই আসে৷ তাই এ তারিখটিকে স্মরণীয় করতে বিশ্বব্যাপী দেখা যাচ্ছে নানা উদ্যোগ৷ কেউ চাইছেন মা হতে, কারো চেষ্টা ধূমপান ছেড়ে দেয়ার৷ তবে অভিনব এক উদ্যোগ নিয়েছে একটি অনলাইন সংগঠন৷
১১.১১.১১ তারিখে মা হওয়ার হিড়িক সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে৷ সেখানকার হবু মায়েরা অস্ত্রোপ্রচার করে হলেও ১১ নভেম্বর তারিখেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চান৷ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার নাগরিকত্ব নম্বর হচ্ছে ১৩ অংকের৷ এই ১৩ অংকের প্রথম ছয়টি নম্বর নির্ধারণ করা হয় জন্মতারিখের ভিত্তিতে৷ ফলে আজকের দিনে সেদেশে যে শিশুটি জন্ম নেবে তার নিবন্ধন নম্বরের শুরুতে থাকবে ১১১১১১৷ এই নম্বরটি পেতে তাই মরিয়া মায়েরা৷ দক্ষিণ কোরিয়ায় আজকে অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্মদানে আগ্রহী মায়ের সংখ্যা স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ বেশি৷
মায়েদের এই চেষ্টাতো রয়েছেই৷ এই দিনে বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে চান অনেক যুগল । কেউ কেউ আবার একান্ত প্রিয় কোন কাজের জন্য বেছে নিচ্ছেন সংখ্যার বিচারে বিশেষ এই দিনটিকে৷ অস্ট্রেলিয়ার একজন পরিচালক এই দিনে বিশ্বের তাবত ব্লগার, ফেসবুকারকে এক করে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন৷ এজন্য তৈরি করা হয়েছে ইলেভেনইলেভেন প্রজেক্ট ডটকম নামক একটি ওয়েবসাইট৷
অনলাইন সংগঠন গ্লোবাল ভয়েসেস অনলাইন এর দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক রেজওয়ানুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, ‘‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র নির্মাতা ডানিয়েল লরেন মনে করেন, সারা বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মধ্যে কোন একটা যোগসূত্র রয়েছে৷ কোন একটি নির্দিষ্ট বিষয়ে সারা বিশ্ব একত্রিত হতে পারে এবং শান্তির জন্য কাজ করতে পারবে৷ সেই চিন্তা থেকেই ইলেভেনইলেভেন প্রজেক্টের যাত্রা শুরু৷”
ইলেভেনইলেভেন প্রজেক্টে অংশ নিতে পারেন যেকেউ৷ এজন্য ১১ নভেম্বর, ২০১১ তারিখের শুরু থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আপনার জীবনের অর্থপূর্ণ কোন অংশকে ধারণ করতে হবে৷ সেটা হতে পারে একটি স্থির চিত্র, ভিডিও কিংবা কোন সংগীত৷ এরপর আপনার সংগৃহীত কন্টেন্ট জমা দিন প্রজেক্টের ওয়েবসাইটে৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব কন্টেন্টকে তিনভাগে ভাগ করা হবে৷ ২০১২ সালের সেপ্টেম্বরে বিশ্ব শান্তি দিবসে জাতিসংঘে এই বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে৷ সেখানে জায়গা পেতে পারে আপনার সংগৃহীত গল্প, ছবি কিংবা ভিডিও’র অংশবিশেষ৷
বাংলা ব্লগাররা সম্মিলিতভাবে ইলেভেনইলেভেন প্রজেক্টে বাংলাদেশকে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন৷ এই দিনে ঢাকায় ব্লগারদের একটি বৈঠকের আয়োজনও করা হয়েছে৷ এই বিষয়ে রেজওয়ান বলেন, ‘‘বিকেল পাঁচটার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কার্যালয়ে বেশ কয়েকজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট একত্রিত হব৷ আমরা সবাই মিলে এই দিনটির কথা বলব এবং কিছু পডকাস্ট, ভিডিওকাস্ট ধারণ করব যা এই ওয়েবসাইটে জমা দেব৷ আমরা চাচ্ছি বাংলাদেশ যেন সেখানে সঠিকভাবে প্রতিনিধিত্ব করে”৷
রেজওয়ান বলেন, ‘‘আমাদের দেশেরও সংস্কৃতি এবং মৌলিক উপাদান আছে যা বিশ্বের কাছে তুলে ধরা প্রয়োজন৷ তাই এধরনের আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশের সামিল হওয়া দরকার”৷
১১.১১.১১ তারিখটিকে ধূমপান বর্জনের দিন হিসেবে পালন করছে নড়াইলের বাসিন্দারা৷ এই দিন থেকে আর ধূমপান নয়, এই শপথ নিয়েছেন সেই শহরের অনেকে৷ যাহোক, এভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি৷ আপনিও ঠিক করে নিন, ১১ নভেম্বর সকাল ১১টা ১১ মিনিটে যখন ১০টি ‘এক’ এর মিলন ঘটবে তখন আপনি কী করছেন? এমন দিন জীবনে কিন্তু একবারই আসে৷