ওয়ালিউল্লাহ ওয়ালিদ, ইবি প্রতিনিধি :: বিশ্বব্যাপী হানা দিয়েছে মহামারী করোনা ভাইরাস, যার প্রকোপ এ থমকে গেছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। লকডাউন করে দেওয়া হয়েছে বাংলাদেশ এতে বিপাকে পড়েছে দেশের অসহায় খেটে খাওয়া মানুষ। দেশের এমন সংকটময় মুহুর্তে অসহায়দের মুখে হাঁসি ফোটাতে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘দহগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ’। শনিবার লালমনিরহাট জেলার দহগ্রাম ইউনিয়নের শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, সংগঠনটির সিনিয়র সদস্য রাসেল মাহমুদ, লিজু হাসান, প্রমূখ।

জানা যায়, লালমনিরহাট জেলার অন্তর্গত দহগ্রাম ইউনিয়ন থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘দহগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ’। লালমনিরহাট জেলার দহগ্রাম ইউনিয়নে বসবাসরত প্রায় ১২০টি দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মমিনুর রহমান বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের এমন সংকটময় মুহুর্তে তিনি অসহায়দের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।’

উল্লেখ্য, এর আগে লালমনিরহাটের  দহগ্রামে মাস্ক, লিফলেট বিতরণ,হ্যান্ড স্যানিটাইজার ও মাইকিংসহ জনগনের মাঝে সচেতনতার সৃষ্টি করেছে সংগঠনটি। এছাড়াও করোনা ভাইরাসের প্রাদূর্ভাব এড়াতে নানান কর্মসূচি পালন করছে এ সংগঠন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here