বাংলাদেশের বিভিন্ন কারাগারে ২৭৪টি শিশু এখন তাদের মায়েদের সঙ্গে বসবাস করছে৷ তাদের বয়স ৬ মাস থেকে ৭ বছর ৷ তাদের কারুর আবার জন্মই হয়েছে কারাগারে৷ শিক্ষা এবং কোন রকম সুবিধা ছাড়াই তারা কারাগারে বেড়ে উঠছে৷

 এর বাইরেও ৪১টি শিশু কিশোরকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে রাখা হয়েছে৷ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভেলেকে এসব তথ্য জানিয়ে বলেছেন আইনগত প্রতিকারে জন্য তারা এর বিরুদ্ধে আদালতে যাবেন৷

সবচেয়ে বেশি শিশু আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে:  ৪০ জন৷ আর শিশু নাবিলার জন্মই হয়েছে পিরোজপুর কারাগারের ভিতরে৷ এখন তার বয়স ৪ বছর৷ এভাবে কারাগারে জন্ম নেয়া বা নানা অপরাধের অভিযোগে আটক মায়েদের সঙ্গে কারাগারে আসা মোট শিশুর সংখ্যা ২৭৪ জন৷ এরা কারাগারে থাকতে বাধ্য হচ্ছে৷ আর অপরাধের অভিযোগে বিভিন্ন কারাগারে নিরাপত্তা হেফাজতের নামে আটক আছে ৪১টি শিশু-কিশোর৷ জানালেন এ্যাডভোকেট এলিনা খান৷

তিনি জানান, কারাগার কখনো নিরাপত্তা হেফাজত হতে পারে না৷ এই শিশুদের কারাগারে রাখার ব্যাপারে আইনেরও নিষেধাজ্ঞা আছে৷ আর তারা কারাগারে সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন যে, পুলিশ দায়িত্ব এড়াতে অপরাধে জড়িয়ে পরা শিশুদের প্রাপ্ত বয়স্ক দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেয়৷

এলিনা খান বলেন মানবাধিকার ও শিশু অধিকার লংঘনের এসব বেআইনী কাজ চলতে দেয়া যায় না৷ তাই এর বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা৷

এদিকে এই শিশুদের দেখার জন্য মহিলা ও শিশু অধিদফতরের অধীনে প্রত্যেক এলাকায় প্রবেশন অফিসার থাকলেও তারা ঠিকমত দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ৷

সুত্র : ডয়চেভেলে

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here