ডেস্ক রিপোর্ট:: অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে মোমবাতি হাতে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার হালুয়াঘাট-ধোবাউড়া সড়কে এ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপি নেতারা জানায়, হালুয়াঘাট উপজেলার বালিচান্দা গ্রামে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভার শুরুর অনেক আগেই বিদ্যুৎ চলে যায় এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না আসায় উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল বের করেন।
প্রচণ্ড দাবদাহের মধ্যে দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের দুর্নীতি, লুটপাটের কারণেই জনজীবনে মহাবিপর্যয় নেমে এসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারের এমপি-মন্ত্রীরাই দ্রব্যমূল্য, লোডশেডিং নিয়ে একে অপরকে দোষারোপ করছেন। সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে, তা দমন করতে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। দেশ-বিদেশে অগণতান্ত্রিক গণবিরোধী সরকারের বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছে, তাতে সরকার দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে।