শফিকুল ইসলাম,কলকাতা:

লোকপাল বিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভার অধিবেশন। বৃহষ্পতিবার রাজ্যসভায় লোকপাল বিল পেশ করা হয়। এদিন রাজ্যসভায় লোকপাল বিল পেশ করার পর এই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় রাজ্যসভায়।

রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে প্রধান বিরোধী বিজেপি দল কেন্দ্রীয় সরকারের লোকপাল বিলের বিরোধীতা করে। এদিন রাজ্যসভায় বিজেপি নেতা অরুন জেটলী অভিযোগ জানিয়ে বলেন কেন্দ্রীয় সরকার সচেতনভাবেই এমন বিল এনেছে যা সংবিধানের মূল ভিত্তিতে আঘাত আনতে পারে। পাশাপাশি রাজ্যসভায় এদিন বিজেপি দলের পক্ষ থেকে শক্তিশালী লোকপাল বিল আনার দাবী জানানো হয়।

সেইসঙ্গে এদিন রাজ্যসভায় অরুন জেটলী লোকায়ুক্ত নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লোকায়ুক্ত নিয়ে তৃণমূল কংগ্রেস দলের দাবীকে সমর্থন করে জানান রাজ্য আইনসভার কাজে হস্তক্ষেপ করা কেন্দ্রের পক্ষে অনুচিত। রাজ্যসভায় জেটলী লোকায়ুক্ত নিয়ে সংশোধনীরও দাবী জানিয়েছেন। এদিন বিরোধীদলের অভিযোগের পাল্টা জবাব দেয় কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের তরফে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভী এদিন লোকপাল ইস্যুতে বিরোধী নেতা অরুন জেটলীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এদিন তিনি জানান লোকপাল নিয়ে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। তারা স্পষ্টভাবে জানিয়ে দিক লোকপাল বিল তারা আদৌ পাশ করাতে চায় কিনা।

বিজেপির বিরুদ্ধে এদিন তিনি জানান লোকপাল বিল যাতে পাশ না হয় নানা অজুহাত তৈরী করা হচ্ছে। পাশাপাশি কংগ্রেসের হয়ে এদিন তিনি আবেদন জানিয়ে বলেন দেশের স্বার্থে লোকপাল বিল পাশ করা উচিত। সেইসঙ্গে লোকায়ুক্ত প্রসঙ্গে এদিন সিংভী জানান বিজেপি সরকারের শরিকদের বিপথে চালিত করার চেষ্টা করছে। বৃহষ্পতিবার দিনভর লোকপাল বিল নিয়ে রাজ্যসভা উত্তপ্ত ছিল। লোকপাল বিল নিয়ে বিতর্কের পর এদিন রাজ্যসভায় ভোটাভুটির মাধ্যমে লোকপাল বিল পাশ হওয়ার বিষয়টি ঠিক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here