আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উপকূলে আফ্রিকান অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন।এছাড়া আরো ৫১ জনকে উদ্ধার করা হয়েছে।
রোববার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আফ্রিকার সাব-সাহারীয় অঞ্চলের অভিবাসীদের বহনকারী নৌকাটি ত্রিপোলির পূর্ব উপকূলীয় রামিকাল এলাকায় ডুবে গেলে ওই ৪০ যাত্রী মারা যান।
প্রসঙ্গত, লিবিয়ার সীমান্তের কাছেই রয়েছে ইতালি। সাব সাহারীয় অঞ্চলের অধিবাসীরা তাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে অভিবাসনের চেষ্টা চালিয়ে থাকে। তাদের এই অভিবাসন প্রবণতা ঠেকাতে গত কয়েক বছর ধরে পশ্চিমা সহযোগীদের বিভিন্নভাবে সহায়তা করছে লিবীয় কর্মকর্তারা। সে দেশের উপকূলীয় রক্ষী এবং নৌ ও সেনা কর্মকর্তাদের দেয়া হচ্ছে নানা প্রশিক্ষণ ।
গত মার্চ মাসে মাত্র চার দিনে ভূমধ্যসাগরে যাত্রী বোঝাই নৌকাগুলো থেকে চার হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছিল ইতালি। ইউরোপে অভিবাসনে ইচ্ছুক আফ্রিকানরা অবৈধ চক্রগুলোর সহায়তায় লিবিয়া থেকে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে সাগর যাত্রা করে থাকে। এজন্য তাদেরকে মাথাপিছু এক হাজার ডলারের বেশি অর্থ ব্যয় করতে হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here