ডেস্ক রিপোর্ট::  ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে এক ভিডিও শেয়ার করেছেন। যেখানে লাল পরীর বেশে ধরা দিয়েছেন। ভিডিওতে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেছে।

অফ শোল্ডার সাটিন প্রম লাল পোশাকের উপরে ছোট ছোট সাদা পাথর পরীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখের চাহনি ভক্তদের যেন ঘায়েল করে দিবে। ডিভিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘লাল পরী।’

অভিনেত্রীর হাতে নেল পলিশ ঠোঁটের লিপস্টিক আর কাজল কালো চোখে যেন মনে হচ্ছে রহস্য লুকিয়ে আছে। ভক্ত-অনুরাগীরা পরীর এ রূপের বেশ প্রশংসা করেছেন।

কমেন্ট বক্সে নাজু সরোয়ার নামে এক ভক্ত লিখেছেন, ‘এতো সুন্দর কেনো, লালা পরি সুন্দরের রানী। মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিও, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। শুভকামনা রইল।’

দেলোয়ার নামে আরেক অনুরাগী বলেন, পরী পরীর মতো অসাধারণ সুন্দর, পরি খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছে। নুসরাত জাহানের ভাষ্য, ‘মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগতেছে তোমাকে। তুমি সত্যিই একটা পরী।’

প্রসঙ্গত, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’। এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে অভিনয় করেছেন পরীমণি।

এদিকে ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ওটিটি প্লাটফর্ম হইচই। আর সেখানেই লাল পরীর বেশে ধরা দিয়েছেন পরীমণি। ৮ নভেম্বর মুক্তি পাবে ‘রঙিলা কিতাব’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here