বৃহস্পতিবার মধ্য রাতে লালমনিরহাটের তিস-া রেল সেতু প্রবেশ দ্বার হতে ওয়ান সুটারগান সহ সদর থানাপুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

লালমনিরহাট সদর থানা পুলিশ এস আই রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে সদর থানার বিশেষ অভিযান চলাকালে তিস-ার রেল কাম সড়ক সেতুর প্রবেশ দ্বারে বাস-মিনিবাস ও ট্রাক,পিকআপ তল্ল্যাসীর সময় কুড়িগ্রাম হতে রংপুর গামী পিক একটি হলুদ রংয়ের পিকআপ ভ্যান হতে উল্ল্যেখিত সুটার গান সহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হচ্ছে- ঠাকুরগাাঁ সুইপার পট্ট্রির গৌরাঙ্গ   দাসের পুত্র প্রশান- দাস(১৮),কুড়িগ্রাম জেলার উলিপুর থানা এলাকার কদম তলা গ্রামের মন্সুর মুন্সীর পুত্র হাফেজ মোহাম্মদ জাহেদ(১৭),একই থানা এলাকার আটার পাইকার গ্রামের মৃত: মিজান আলীর পুত্র মাইদুল ইসলাম (১৫)। মাইদুল ও জাহেদ উলিপুর এলাকার দীঘল হিল্ল্যা দাখিল মাদ্রাসার ছাত্র মর্মে একটি প্রশসংসা পত্র পাওয়া গেছে।

তবে সদর থানার ওসি জমির উদ্দিন জানান, কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী এলাকার একজনের নাম বলে ধৃত ব্যাক্তি প্রশান- জানায় এটি তার দেওয়া সুটারগান। সে ১হাজার টাকার বিনিময়ে তিস-া ব্রিজ পার করে দিচ্ছিলো।অপর দুজন বলেন তারা বরিশাল জেলার একটি মাদ্রাসায় ভর্ত্তির জন্য যাচ্ছিলো। ওসি আরও বলেন এরা  নাসকতার জন্য সংগঠিত হচ্ছিলো কিনা তা তদ্‌ন- সাপেক্ষে বলা যাবে। এদিকে গ্রেফতার হওয়া প্রশান- দাসের স্বীকারোক্তি মোতাবেক রাতেই লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনার মূলোৎপঠন করতে যান।

উত্তম রায়, লালমনিরহাট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here