লালমনিরহাট প্রতিনিধি ::

জেলায় আজ “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার কর “ শীর্ষক প্রতিপাদ্য সামনেরেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম মাসুম উদ দৌলার পরিচালনায় এ সভায় জেলায় নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এডভোকেট একেএম শামছুল হক ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন সহ ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক,শিক্ষক  সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সভায় বিভিন্ন ওষুধের মূল্য, ইফতার সামগ্রীর গুণগত মান, চালের মূল্য, সবজির বাজার দর নিয়ে উম্মুক্ত আলোচনা হয় এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here