লালমনিরহাট : শুক্রবার সন্ধায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটপোতা গ্রামের আবু তালেবের স্ত্রী শাহিনা বেগম (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ লালমনিরহাট সদর থানার পুলিশ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, শাহিনা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার একমাত্র সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমায়।

শুক্রবার সকালে তার লাশ ঝুলন্ত দেখে ঐ পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখে।

বিষয়টি আস্তে আস্তে প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে শুক্রবার সন্ধায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি গোপন রাখা এবং শাহিনার স্বামী পলাতক থাকায় এলাবাসীর ধারনা এটা আত্বহত্যা নয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান,অপমৃত্যু মামলা হয়েছে।

শনিবার সকালে লাশ মর্গে প্রেরন করা হবে।

সহিদুল ইসলাম/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here